‘আমার ভাইরে ব্যাংকে অনেক টাকার চাকরি দিছিল। আমার ভাই করে নাই। বলছিল সরকারি চাকরি করব। বিসিএস পরীক্ষাও দিল, কিন্তু আমার ভাই ক্যাডার হইতে পারল না। সর্বনাশা ব্রহ্মপুত্র আমার ভাইরে গিলে খাইল।’
এভাবে আর্তনাদ করছিলেন জামালপুর সদর উপজেলার নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সহসভাপতি জাহিদ ফয়সাল ফাহিমের ছোট ভাই জিহাদ।
সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের কচুনধরা এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের দুই দিন পর শনিবার সকাল ৮টার দিকে ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ নেয়া হয় রানাগাছা ইউনিয়নের কানিল ঘুণ্টিতে।
ফাহিমের ভগ্নিপতি কামরুল হাসান বলেন, ‘ফাহিম অত্যন্ত মেধাবী একজন ছেলে ছিল। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষে বিসিএসের প্রস্তুতি নিচ্ছিল। এবার বিসিএস দিয়েছে। ছাত্রলীগের রাজনীতিতেও সক্রিয় ছিল। তার এমন চলে যাওয়া মেনে নেয়া যায় না।’
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চার বন্ধুকে নিয়ে ব্রহ্মপুত্র নদে ডিঙি নৌকায় বেড়াতে যান ফাহিম। নদের মাঝখানে নৌকাটি ডুবে গেলে চার বন্ধু সাঁতরে পাড়ে উঠলেও ফাহিম ডুবে যান।
ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এরপর শনিবার সকালে ব্রহ্মপুত্র নদের তীরে ফাহিমের মরদেহ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।