হঠাৎ অসুস্থ হয়ে শুক্রবার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম করানো হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপিপ্রধানের চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের বৈঠক শেষে শনিবার দুপুরে নিউজবাংলাকে এ তথ্য জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় এক ঘণ্টা। এতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা নিয়ে আলোচনা হয়।
মেডিক্যাল বোর্ডের বৈঠক নিয়ে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘আমাদের মিটিং শেষ হয়েছে। আমরা সেখানে নানা সিদ্ধান্ত নিয়েছি।
‘প্রয়োজনে এনজিওগ্রাম করানো লাগবে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা লাগবে। তার পরে গিয়ে বুঝতে পারব।’
খালেদার শারীরিক অবস্থা নিয়ে ডা. জাহিদ বলেন, ‘এর বেশি বলা যাচ্ছে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক নিউজবাংলাকে জানান, খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।
আকস্মিক অসুস্থ বোধ করায় শুক্রবার রাত আড়াইটার দিকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয় তাকে।
খালেদা জিয়ার এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার রাতে নিউজবাংলাকে জানান, বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই দ্রুত তাকে সিসিইউতে ভর্তি করা হয়।