রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনের সড়কে ওয়েলকাম পরিবহনের বাসের চাপায় পুলিশ কনস্টেবল কোরবান আলী নিহতের ঘটনায় বাসটির চালক জাকির হোসেন ও মালিক মো. আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও ঢাকার সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র্যাবের ওই কর্মকর্তা।
গত সোমবার সকাল ১০টার দিকে ওই দুর্ঘটনায় আহত কোরবান আলীকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে বেরা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
৩৫ বছর বয়সী কোরবান আলী হোসাইন পুলিশের টেলিকম বিভাগে কাজ করতেন।
পুলিশ জানায়, ওয়েলকাম পরিবহনের বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত হন। ঘটনার পরপরই ওই বাসের চালক ও সহকারী পালিয়ে যান। বাসটি জব্দ করা হয়।
নিহত কোরবান আলীর বাড়ি লক্ষ্মীপুর সদরের রামগতি চর সিকান্দার বাড়ি।
ঢাকার সাভারে স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও দুই ছেলে, এক মেয়েকে নিয়ে থাকতেন পুলিশের এই সদস্য। তার কর্মস্থল ছিল রাজারবাগ।