বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অদ্ভুত গড়নে ছাগলছানার জন্ম

  •    
  • ১০ জুন, ২০২২ ২৩:১০

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, ‘ছানাটি সুস্থ রাখতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে জেলা প্রাণিসম্পদ অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেয়া হবে।’

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে তিনটি মুখ ও দুটি মাথা নিয়ে একটি ছাগলের জন্ম হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের ইকরকুড়ি গ্রামে শহিদুল ইসলামের খামারে হরিয়ানা জাতের ওই ছাগলছানাটির জন্ম হয়। শরীরের বিচিত্র গড়ন নিয়েও সুস্থ আছে এটি।

স্বাভাবিক ছাগলছানার সঙ্গে এর মুখের গঠনের মিল নেই। জোড়া লাগা অবস্থায় দুই মাথা ও তিন মুখ নিয়ে জন্ম নেয় ছানাটি। তবে অন্য স্বাভাবিক ছাগলের মতো আছে দুটি কান, দুটি চোখ ও চারটি পা।

শুক্রবার বিকেলে ইকরকুড়ি গ্রামে গিয়ে দেখা যায়, ছানাটি দেখতে ‘স্মাগ ডেইরি ও গট খামার’ নামে ছাগলের ওই খামারে অনেক মানুষ ভিড় করছেন। তাদের কেউ কেউ ছানাটির সঙ্গে ছবি ও সেলফি তুলছেন।

স্থানীয় রাসেল হোসেন বলেন, ‘এমন অদ্ভুত ছাগলছানা আমি কখনও দেখিনি। এই প্রথম দেখলাম। ছানাটি সুস্থ থাকুক এই কামনা করছি।’

সদর উপজেলা ফতেপুর গ্রামের বাসিন্দা রবিন দেওয়ান এসেছেন শহিদুলের খামারে ছাগল ছানাটি দেখতে। রবিন বলেন, ‘এমন ছাগল ছানা এর আগে আমাদের এলাকায় কখনো জন্ম নেয়নি। না দেখে থাকতে পারলাম না।’

স্মাগ ডেইরি ও গট খামারের মালিক শহিদুল ইসলাম বলেন, ‘আমি প্রায় ৫-৬ বছর ধরে ছাগলের খামার দিয়ে লালন পালন করছি। এর আগে অনেক ছাগল ছানার জন্ম হয়েছে খামারে। তবে এমন অদ্ভুত ছানার জন্ম এই প্রথম।’

শহিদুল জানান, ছানাটি বর্তমানে সুস্থ আছে। তবে একা খেতে পারছে না। ফিডারে দুধ তুলে খাওয়াতে হচ্ছে।

তিনি বলেন, ‘আমার খামারে বিভিন্ন প্রজাতির ৩৫টির মত ছাগল রয়েছে। এর মধ্যে ১০টি ছানা। অন্যান্য ছানার মতোই সদ্য জন্ম নেয়া এই ছানাটিকেও পরম যত্নে লালন-পালন করে বড় করতে চাই।’

বিষয়টি নিয়ে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, ‘আমার জানা মতে, বিজ্ঞান অনুযায়ী যখন অ্যাবনরমাল শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করে তখন এ ধরনের বিচিত্র আকৃতির ছাগলছানার জন্ম হতে পারে। আবার জিনগত ত্রুটির কারণেও এমন আকৃতির ছানার জন্ম হতে পারে। ছানাটি সুস্থ রাখতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে জেলা প্রাণিসম্পদ অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেয়া হবে।’

এ বিভাগের আরো খবর