বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থামার সংকেত না মানায় ট্রেনচালককে শ্রমিকদের পিটুনি

  •    
  • ৯ জুন, ২০২২ ২১:৫৫

রেললাইনে কাজে থাকা শ্রমিক ফিরোজ হোসেন জানান, বিকেলে লাল ব্রিজের ওপর কাজ করছিলেন রেলওয়ের ইঞ্জিনিয়ারসহ প্রায় ৩০ শ্রমিক। লাইনের কাজ চলছিল বলে লাল পতাকা দিয়ে সিগন্যালও দেয়া হয়েছিল। তবে সিগন্যাল অমান্য করে খুলনা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি লাল ব্রিজের ওপর চলে আসে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের মেরামতকাজ চলার সময় মালবাহী ট্রেনকে থামার জন্য সিগন্যাল দেন শ্রমিকরা। তা না মেনে ট্রেনটি চলতে থাকলে শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি করেন, কেউ ঝাঁপ দেন পানিতে। কিছুক্ষণ পর ট্রেন থামলে ক্ষুব্ধ শ্রমিকরা ট্রেনের সহকারী চালককে মারধর করেন।

আলমডাঙ্গার লাল ব্রিজের ওপর বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম টোকন।

তিনি জানান, পাকশী রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

রেললাইনে কাজে থাকা শ্রমিক ফিরোজ হোসেন জানান, বিকেলে লাল ব্রিজের ওপর কাজ করছিলেন রেলওয়ের ইঞ্জিনিয়ারসহ প্রায় ৩০ শ্রমিক। লাইনের কাজ চলছিল বলে লাল পতাকা দিয়ে সিগন্যালও দেয়া হয়েছিল। তবে সিগন্যাল অমান্য করে খুলনা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি লাল ব্রিজের ওপর চলে আসে।

ফিরোজ জানান, ট্রেনটি আসতে দেখেও লাল পতাকার সিগন্যাল দেয়া হয়। তাতেও সেটি থামেনি। এতে ব্রিজের ওপরে থাকা শ্রমিকরা কেউ পানিতে লাফ দিয়ে আবার কেউ ব্রিজের রড ধরে নিচে ঝুলে প্রাণ বাঁচান। এ সময় আহত হন তাদের কয়েকজন।

ফিরোজ আরও জানান, পরে বিষয়টি বুঝতে পেরে ব্রিজের আরেক প্রান্তে গিয়ে ট্রেন থামান চালক। সে সময় উত্তেজিত শ্রমিকরা গিয়ে সহকারী চালককে মারধর করেন।

স্টেশন মাস্টার তৌহিদুল বলেন, ‘ট্রেনচালককে মারধরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত পণ্যবাহী ট্রেনটি থামিয়ে রাখেন প্রধান চালক। তবে কোনো রুটে ট্রেন চলাচল বন্ধ হয়নি। ওই ট্রেনটি ডাউন লাইনে রাখা হয়েছে। অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

‘খবর পেয়ে ঘটনাস্থলে যান পাকশী রেলওয়ের কর্মকর্তারা। তারা ট্রেনচালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেছেন।’

এ বিভাগের আরো খবর