বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাজেটের প্রতিক্রিয়ায় আ.লীগের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

  •    
  • ৯ জুন, ২০২২ ২১:২৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বাজেটের প্রশংসা করে গণমাধ্যমে বলেন, ‘এই বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। বহির্বিশ্বে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি যখন মন্দা, সে মুহূর্তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার সময়োপযোগী বাজেট দিয়েছে।’

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সন্তোষ জানিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলেছে, এটি ‘জীবন ও জীবিকা বাঁচানোর আত্মনির্ভরশীল বাজেট’।

নেতারা বলেছেন, সংকটকালীন জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে একটি বাস্তবভিত্তিক সময়োপযোগী বাজেট দিয়েছে সরকার। এই বাজেট ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’।

বাজেটের সমর্থনে বৃহস্পতিবার স্বস্তির বৃষ্টিতেও রাজধানীর থানা-ওয়ার্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী-সমমনা সংগঠনগুলো।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগও প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল আয়োজন করে। মিছিল-উত্তর সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বাজেটের প্রশংসা করে গণমাধ্যমে বলেন, ‘এই বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। বহির্বিশ্বে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি যখন মন্দা, সে মুহূর্তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার সময়োপযোগী বাজেট দিয়েছে।

‘বিশেষ করে পিছিয়ে পড়া নিম্নবিত্ত মানুষেরা যাতে করে সমানতালে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ রেখে বাজেট ঘোষণা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীরা যেন উপকৃত হয়, সেদিকেও লক্ষ রাখা হয়েছে। এতে বেকারত্ব কমবে, উদ্যোক্তা বাড়বে।’

নানক বলেন, ‘এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে অগ্রসর হতে সহায়ক হবে। দেশকে ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের উপযোগী একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার সরকার এ বাজেট জাতির কাছে উপস্থাপন করেছে।’

বাজেটের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকে বলেন, ‘এই বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে বিশেষ লক্ষ রাখা হয়েছে। জনবান্ধব ও উন্নয়নবান্ধব এই বাজেটকে আমরা স্বাগত জানাই। এতে কোভিড-পরবর্তী পরিস্থিতিতে কর্মসংস্থানের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খেয়াল রেখেই এই বাজেট খেটে খাওয়া মানুষের বাজেট, ব্যবসাবান্ধব ও গণমুখী বাজেট।’

প্রস্তাবিত বাজেটকে শিক্ষাবান্ধব, ব্যবসাবান্ধব, জনকল্যাণমূলক, উন্নয়নমুখী বলেছে যুবলীগ।

বঙ্গবন্ধু অ্যাভিনিউসংলগ্ন এলাকায় যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ হয়। মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল ও আনন্দ শোভাযাত্রা করেছে যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বিকেলে যাত্রাবাড়ী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকার দলীয় কার্যালয়ে বাজেটকে জনবান্ধব উল্লেখ করে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। পরে নেতাকর্মী ও লেগুনা-বাসচালক শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এর আগে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে আনন্দ মিছিল বের করে শ্রমিক লীগ।

এ বিভাগের আরো খবর