কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে গোপাল চন্দ্র ও শিপ্ত পাল নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার অর্জুনতলা গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনাটি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
১২ বছর বয়সী গোপাল চন্দ্র অর্জুনতলা গ্রামের জগবন্ধু চন্দ্রের ছেলে। সে বাকপ্রতিবন্ধী ছিল। আর ৯ বছর বয়সী শিপ্ত পাল এবই গ্রামের সূর্য লাল পালের ছেলে।
অন্য শিশুদের বরাতে স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে শিশুরা ফুটবল খেলছিল। এ সময় বল গিয়ে পুকুরের পানিতে পড়ে। বল নিতে প্রথমে একজন পানিতে নামে, সে ডুবতে দেখে বাঁচাতে আরেকজন নামে। কেউ সাঁতার না পারায় দুজনই ডুবে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার কামরুল ইসলাম সোহেল দুই শিশুকে মৃত ঘোষণা করেন।