বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেয়র সাক্কু কী করেছেন, যা পারেননি

  •    
  • ৯ জুন, ২০২২ ১৭:০৪

২০১৭ সালের নির্বাচনে সাক্কু যে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন ২৭টি সমস্যার সমাধান করবেন। এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে কমই। তবে সাক্কুর দাবি, তিনি ৭০ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন, বাকি ৩০ শতাংশ বাস্তবায়নের জন্যই আবার মেয়র হওয়া প্রয়োজন।

পৌরসভা ও সিটি করপোরেশন মিলিয়ে তিনটি নির্বাচনে টানা জয় পাওয়া বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু যখন চতুর্থ জয়ের স্বপ্নে বিভোর, সে সময় তার ১৬ বছরের কাজের মূল্যায়ন করছেন কুমিল্লাবাসী।

বিশেষ করে সিটি করপোরেশন হওয়ার পর ‍দুই মেয়াদে তিনি নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন করতে পেরেছেন, কতগুলো পারেননি, সেগুলো নিয়ে চলছে বিশ্লেষণ।

মেয়র পদে সাক্কুর বিরুদ্ধে লড়াইয়ে নামা আওয়ামী লীগের আরফানুল হক রিফাত ও স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করা নিজাম উদ্দিন কায়সার বলছেন, নগর পরিচালনায় সাক্কু ব্যর্থ হয়েছেন। তবে সাক্কু বলছেন, তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার প্রায় সব বাস্তবায়ন হয়েছে, যেগুলো এখনও বাস্তবায়ন হয়নি, সেগুলোর জন্যই আবার ভোট দেয়া প্রয়োজন।

নিউজবাংলাকে সাক্কু বলেন, ‘আমি গতবার যখন মেয়র হইছি, তখন যে ইশতেহার দিয়েছিলাম তার ৭০ ভাগ কমপ্লিট করেছি। বাকি ৩০ ভাগ এবার বাস্তবায়ন করব। আর এই ৩০ ভাগ বাস্তবায়ন করতে পারলে নগরীর চেহারা পাল্টে যাবে।’

১৬ বছরে কেন পারেননি নগরীর চেহারা পাল্টাতে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রথম যখন পৌরসভার মেয়র ছিলাম তখন বাজেট ছিল কম। তারপর পরপর দুই মেয়াদে সিটি করপোরেশনের মেয়র ছিলাম, তখন আমি ৭০ ভাগ কাজ করছি।’

ভোটের প্রচারে নেমে সাক্কুকে প্রধানত যানজট ও জলাবদ্ধতা ইস্যুতে আক্রমণ করছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, সাক্কু কুমিল্লা নগরী থেকে যানজট ও জলাবদ্ধতা দূর করতে ব্যর্থ হয়েছেন। সড়কের চেয়ে উঁচু করে ড্রেন নির্মাণ করেছেন। এত অপরিকল্পিত নগরায়ণ হয়েছে যে ভাষায় প্রকাশ করতে পারব না।

‘আমি নির্বাচিত হলে অগ্রাধিকার পাবে জলাবদ্ধতা দূর করা। সেই সঙ্গে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। আমি বিশ্বাস করি, যে সমস্যা সৃষ্টি হয় তার সমাধানও আছে। শুধু প্রয়োজন পরিকল্পিত এবং স্থায়ী সমাধান খুঁজে বের করা। আমি সেই সমস্যার সমাধান করব।’

যেসব প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

২০১৭ সালের নির্বাচনে সাক্কু যে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন ২৭টি সমস্যার সমাধান করবেন। কিছু স্কুল-কলেজ করবেন।

ইশতেহারে ২৭টি সমস্যার মধ্যে প্রথম এবং প্রধান দুটি সমস্যা ছিল নগরীর যানজট ও জলাবদ্ধতা দূর করবেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, এই দুটি ক্ষেত্রে সাক্কু কোনো সফলতার দাবি করতে পারবেন না। বৃষ্টি হলেই শহরের প্রধান সড়কে, বাড়িতে পানি উঠে যায়।

সচেতন নাগরিক কমিটির কুমিল্লা শাখার সাবেক সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু নিউজবাংলাকে বলেন, ‘যানজট নিরসনে দৃশ্যত মনিরুল হক সাক্কু ব্যর্থ। কারণ দীর্ঘ সময় পেয়েও তিনি সুষ্ঠু পরিকল্পনার অভাবে নগরীর জলবাদ্ধতা দূর করতে পারেননি।’

তিনি বলেন, ‘নগরীর পানি নিষ্কাশন হয় সদর দক্ষিণ উপজেলার কান্দিখাল ও ডাকাতিয়া নদীর শাখা দিয়ে। সেই সব খালের ওপর বাসস্থান গড়েছেন অনেকে। ফলে পানি নিষ্কাশনের জায়গা সংকুচিত হয়ে গেছে। এসব নিয়েও সাক্কু ব্যর্থ হয়েছেন।’

ইতিহাসবিদ আহসানুল কবির বলেন, ‘নগরীর যানজট নিরসনে মনিরুল হক সাক্কু ব্যর্থ। তবে তার ব্যর্থতার দায়ভার সরকারি অন্য সংস্থাগুলোকেও নিতে হবে।

‘যেমন যানজট নিরসনে সিটি করপোরেশনের পাশাপাশি ট্রাফিক পুলিশ, জেলা প্রশাসনের ভূমিকাও রয়েছে। সে ক্ষেত্রে যানজট নিরসনে কে কতটুকু ভূমিকা রাখতে পেরেছে তা সবাই জানে। তাই সাক্কুর ব্যর্থতার পাশাপাশি খতিয়ে দেখা উচিত আর কাদের ব্যর্থতায় নগরী থেকে যানজট দূর হয়নি।’

যানজট ও জলাবদ্ধতা নিয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী নগরীর রেসকোর্স, ঠাকুরপাড়া শিক্ষা বোর্ডের পেছনের এলাকা, নজরুল অ্যাভিনিউ, কাশারিপট্টি, মুরাদপুর, শাসনগাছা, চর্থার মানুষজন।

নগরীর ২ নম্বর ওয়ার্ড রেসকোর্স কাঠেরপুল এলাকার ফারুখ আহমেদ ও কামাল হোসেন বলেন, ‘ড্রেনের কাজ হলো, খাল পরিষ্কার হলো, তবুও বৃষ্টি হলেই তলিয়ে যায় রেসকোর্স। অনেকেই শুধু জলাবদ্ধতার জন্য রেসকোর্স থেকে বাসা বদলে অন্য এলাকায় চলে যান। গত ১৫ বছরেও এই সমস্যার সমাধান হয়নি।’

নজরুল অ্যাভিনিউর বাসিন্দা অঞ্জন দে বলেন, আকাশে মেঘ করলে আমরা ভয় পাই। নিচতলা আমাদের বাসা। পানি জমে যায়। কমপক্ষে ৬ ঘণ্টা থেকে এক দিন পর্যন্ত পানিবন্দি থাকি।’

মলি রানি বলেন, ‘গত ১০ বছরে আষাঢ়-শ্রাবণ মাসে আমাদের ঘরে পানি প্রবেশ করে। অনেক আসবাব নষ্ট হয়েছে। আমাদের এই সমস্যার সমাধান করতে পারেননি মনিরুল হক সাক্কু।’

কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ড হাউজিং এস্টেট। এই এলাকায় নিচতলায় থাকতে চায় না মানুষ। কারণ জানতে চাইলে আমিরুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, ‘বৃষ্টি হলে ড্রেন ও খালের পানিতে একাকার হয়ে যায় এলাকা। ঘরে প্রবেশ করে পানি। এটা মেয়র সাক্কুর চরম ব্যর্থতা।’

জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নে সাক্কু নিউজবাংলাকে বলেন, ‘আমি পুরোপুরি ব্যর্থ না। জলাবদ্ধতার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছি, তা অদূর ভবিষ্যতে দেখতে পাবেন।’

যানজট নিরসনে ফ্লাইওভার ও ফুটওভার ব্রিজ নির্মাণের যে ঘোষণা সাক্কু দিয়েছিলেন, সেখানেও কোনো অগ্রগতি কম। নগরীর শাসনগাছায় একটি ফ্লাইওভার হলেও ইশতেহারে উল্লেখ করা বাকি দুটি ফ্লাইওভারের কাজ হয়নি।

সাক্কু বলেন, ‘যানজটের জন্য সিটি করপোরেশন একা দায়ী না। তবুও আমি এবার বিজয়ী হলে বেশ কিছু স্থায়ী পরিকল্পনা হাতে নেব যেন নগরীতে আর যানজট না হয়।’

নগরীর দক্ষিণে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগের কথাও ইশতেহারে উল্লেখ করেছিলেন সাক্কু। বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকৃতপক্ষে নগর কর্তৃপক্ষের দায়িত্ব নয়, ক্ষমতাও নেই। যেটি করার নয়, সেটি করার প্রতিশ্রুতি এখন গলার কাঁটা হয়েছে সাক্কুর। কারণ বিশ্ববিদ্যালয় গড়া হয়নি তার।

লালমাই ও ময়নামতি এলাকার অধিবাসী ত্রিপুরাদের জন্য মাতৃভাষা স্কুল করার ওয়াদাও পূরণ হয়নি। তবে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাশিস ঘোষের উদ্যোগে ত্রিপুরাদের ভাষা ককবরক শেখাতে একটি স্কুল হয়েছে।

নগরীর দক্ষিণাঞ্চলে মেয়েদের দুটি মাধ্যমিক স্কুল করার ঘোষণাও ছিল সাক্কুর। বলেছিলেন, নগরীর পশ্চিমাঞ্চলে একটি উচ্চ মাধ্যমিক স্কুল নির্মাণ করবেন। দুই মেয়াদেও হয়নি সেসব স্কুল।

প্রত্যেকটির ওয়ার্ডে একটা করে পাঠাগার করার ঘোষণাও ছিল বিএনপি থেকে বহিষ্কৃত নেতার। কিন্তু সেগুলো করা যায়নি। সদর দক্ষিণের ৯টি ওয়ার্ডে প্রতিশ্রুত উন্নয়নের ছোঁয়াও লাগেনি।

কী কী হয়েছে সাক্কুর আমলে

সাক্কু নগর পরিচালনার দায়িত্বকালে নগরীর প্রধান সড়কের পাশে ড্রেন নির্মিত হয়েছে। ফুটপাতে টাইলস বসিয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে। সড়কে বসেছে নতুন বাতি। নগরীর ধর্মসাগরের ওয়াকওয়েতে টাইলস বসানো হয়েছে। শিশুপার্কে এসেছে নতুন রাইড।

নগরীর পূর্বাঞ্চলে একটি বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে। নগরীর পুকুরের রিটার্নিং ওয়াল করা হয়েছে।

নগর স্বাস্থ্যকেন্দ্র বেড়েছে তিনটি। মসজিদ, মন্দির, কবরস্থান পাকা করা হয়েছে, সিটি করপোরেশন অংকন শালা ও শিল্পচর্চা কেন্দ্রও প্রতিষ্ঠা করা হয়েছে।

বিএনপি নেতা হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। সড়কের মোড়ে মোড়ে শিল্পকর্ম করা হয়েছে।

গোমতী নদীর আলেখাঁর চর থেকে বিবিরবাজার স্থলবন্দর পর্যন্ত সড়কটি পাকা ও প্রশস্ত করা হয়েছে সাক্কুর মেয়াদে।

এ বিভাগের আরো খবর