ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরীক্ষা দিয়ে ফেরার পথে ট্রাকের চাপায় এক ছাত্র নিহত হয়েছে।
পৌর শহরের মাস্টারপাড়া মোড় এলাকায় বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ১ ঘণ্টা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন ক্ষুব্ধ জনতা।
নিহত ১৬ বছরের স্কুলছাত্র মিলন ইসলাম ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও বলেন, ‘ট্রাকের গতি খুব একটা বেশি ছিল না। তার পরও এমন দুর্ঘটনা কাম্য নয়। চালকের আসনে কে ছিল, তা খতিয়ে দেখতে হবে। ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। চালক পলাতক। যদিও পরিবারের অভিযোগ নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
পুলিশের বরাতে ইউএনও আরও জানান, থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।