বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদক মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

  •    
  • ৯ জুন, ২০২২ ১৩:২৯

২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ আরিফকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা হলে তা তদন্ত করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।

কক্সবাজারে মাদক মামলায় এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) রঞ্জিত দাশ নিউজবাংলাকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত ৩৬ বছর বয়সী মো. আরিফ ওরফে মৌলভী আরিফ উখিয়ার কুতুপালং ক্যাম্প-২-এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল মোনাফের ছেলে।

এপিপি জানায়, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ আরিফকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা হলে তা তদন্ত করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।

এ বিভাগের আরো খবর