চাঁদা না দেয়ায় চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে।
কোতোয়ালি থানা এলাকার কাজির দেউড়ির আব্দুর রাজ্জাক ভবনের সামনে বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ী মো. মঈনুদ্দিনের বাড়ি চান্দগাঁও থানার পাঠান্না গুদাম এলাকায়।
নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, আবু আহম্মেদ বাবু প্রকাশ পিস্তল বাবু নামের একজন বাণিজ্য মেলায় মাঈনুদ্দিনের স্টল থেকে চাঁদা দাবি করেছিল। কিন্তু মাঈনুদ্দিন চাঁদা দেননি। পরে বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে মেলার জন্য মালামাল নিয়ে তিনি কাজির দেউড়ির বোনের বাসায় যাওয়ার পথে পিস্তল বাবু তার পথ রোধ করে।
‘এ সময় মাঈনুদ্দিন ও তার কাজিন মো. মোবারককে ছুরিকাঘাত করে পিস্তল বাবু। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পিস্তল বাবু পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মাঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আর আহত মোবারককে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।’
ওসি আরও বলেন, ‘অভিযুক্ত পিস্তল বাবু চাঁদাবাজি ও ছিনতাই করেই চলেন। মূলত কাজির দেউড়ি, চকবাজার, পাঁচলাইশ এলাকায় তার প্রভাব রয়েছে। তবে দুজনের ঝামেলার শুরু একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে। তাদের দুজনের বাড়িই নগরীর চান্দগাঁও এলাকায়।’
ওসি জাহেদুল কবির বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।’