আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাতিল হওয়া ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের মেয়র পদের প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগের আব্দুল খালেক। তার প্রার্থিতা বাতিলের প্রজ্ঞাপন এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজি জিনাত হকের গঠিত বেঞ্চে বুধবার এ আদেশ দেয়া হয়।
একই সঙ্গে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে যে আদেশ দিয়েছে, সেটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল খালেকের আইনজীবী মমতাজ উদ্দিন ফকির।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গত ২ জুন জানিয়েছেন, নির্বাচনি সহিংসতা সৃষ্টির মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত শেষে আব্দুল খালেকের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারে বাধা ও সংঘর্ষের ঘটনার পর স্থানীয় সরকার (পৌরসভা নির্বাচন) আচরণ বিধিমালার ৩২ ধারা অনুযায়ী কমিশন এমন সিদ্ধান্ত নেয়।
নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৮ মে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, বুধবার সন্ধ্যায় শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় কাইয়ূমের নির্বাচনি প্রচারে হামলা করে নৌকার প্রার্থী খালেকের সমর্থকরা। এর আগে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা চাওয়ার পর তিনি ক্ষমা প্রার্থনা করেন। তারপরও তার সমর্থকরা হামলা চালায়। এ কারণে খালেকের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে ইসির। এর সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় সরকারের সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা আইনেও বিধানটি রয়েছে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন আইন নেই।
প্রার্থিতা বাতিলের বিধানটি যুক্ত হওয়ার পর কাজী হাবিবুল আউয়াল কমিশন প্রথমবারের মতো তা প্রয়োগ করল পৌরসভা ভোটে।
তবে গত ৭ জুন হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজি জিনাত হকের গঠিত বেঞ্চে আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল কেন অবৈধ ও বে-আইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন প্রার্থীর আইনজীবী।
এরই পরিপ্রেক্ষিতে আদালত বুধবার প্রার্থিতা বাতিলের প্রজ্ঞাপন স্থগিতের আদেশ দেন। এখন ঝিনাইদহ পৌর নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদের জন্য লড়াই করতে পারবেন আব্দুল খালেক।
ঝিনাইদহ পৌরসভায় ভোট হবে আগামী ১৫ জুন। আব্দুল খালেকসহ মেয়র হতে লড়বেন ৪ জন।