হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ।
জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ বুধবার বেলা ১১টার দিকে রেদোয়ানের জামিন আবেদন গ্রহণ করেন।
আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রেদোয়ান আহমেদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তার হার্টে তিনটি রিং ও পেসমেকার বসানো আছে। কারাগারে যে কোনো মুহূর্তে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন।
এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আমরা তার অসুস্থতার বিষয়টি আদালতকে বোঝাতে পেরেছি। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে জামিন দিয়েছে।’
- আরও পড়ুন: এলডিপির মহাসচিব রেদোয়ান কারাগারে
বুধবার বিকেলের মধ্যে রেদোয়ান কারাগার থেকে মুক্ত হতে পারেন বলে আশা করছেন তার আইনজীবী।
এর আগে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, ৯ মে চান্দিনা কলেজ মাঠ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে কলেজ শাখা ছাত্রলীগ ও এলডিপির নেতাকর্মীরা। সকাল থেকে শুরু হয় ছাত্রলীগের অনুষ্ঠান।
এলডিপির অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টা থেকে। ওই অনুষ্ঠানে যোগ দিতে দুপুর ২টার দিকে কলেজ এলাকার দিকে যান এলডিপির রেদোয়ান আহমেদ। সমাবেশ স্থলের বাইরে ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন তিনি। রেদোয়ানের গাড়িতে ইটপাটকেল ছোড়া হয়।
পরে তিনি গাড়ি থেকে দুইটি গুলি ছোড়েন। এরপর ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে গাড়ি নিয়ে থানায় যান। পুলিশ তখন রেদোয়ান, তার গাড়িচালক রেজাউল করিম, অনুসারী মো. আলী ও বাকি বিল্লাহকে আটক করে।
এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবলীগের আহ্বায়ক আকলাকুর রহমান জুয়েল ওই দিন বিকেলে ১৯ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ছয় থেকে সাতজনকে আসামি করে মামলা করেন।
এই মামলা রেদোয়ানসহ চার আসামিকে কারাগারে পাঠায় আদালত। এরপর তিনবার জামিন আবেদন করেন রেদোয়ানের আইনজীবী কিন্তু আদালত তা গ্রহণ করেনি।