পর্যটন নগরী কক্সবাজারে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সৈকত পরিষ্কারের উদ্যোগ নিয়েছে কলাতলী বিচে অবস্থিত বিলাসবহুল পাঁচ তারকা হোটেল সায়মন বিচ রিসোর্ট হোটেল কর্তৃপক্ষ।
একই সঙ্গে সমুদ্রের দূষণ ঠেকাতে প্রত্যেক হোটেল-মোটেলে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও বর্জ্য শোধনাগার বাস্তবায়নের দাবি জানান তারা।
বুধবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের সায়মন পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত সৈকত এলাকা পরিষ্কার করেন মেরিন ড্রাইভে অবস্থিত হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান রুহেল, জেনারেল ম্যানেজার পুদুদু ফেরনান্দু ও ব্যবস্থাপক আসাদুজ্জামান নুরসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মাহাবুবুর রহমান রুহেল বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতে জেটস্কি, বিচ বাইকসহ আরও যেসব যান রয়েছে, সেগুলোকে একটি জায়গায় আনতে হবে। এগুলো তো এখন যত্রতত্র রয়েছে, তাই কাছিম, ডলফিন এখন আর সৈকতে আসে না। আমরা কোভিড পরিস্থিতিতে সৈকতে ডলফিন খেলা করতে দেখেছি, কিন্তু এখন আর এটি দেখা যায় না।’
তিনি আরও বলেন, ‘সমুদ্রের দূষণ ঠেকাতে প্রত্যেক হোটেল-মোটেলে এসটিপি ও বর্জ্য শোধনাগার বাস্তবায়ন প্রয়োজন। আমরা শুরু থেকেই এটি বাস্তবায়ন করছি, কিন্তু বেশির ভাগ হোটেলে এগুলো নেই। তাদের বর্জ্যগুলো সরাসরি সমুদ্রে পড়ছে। সবাই একযোগে কাজ করলে সমুদ্রদূষণ ঠেকানো সম্ভব।’