তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইয়ারব হোসেন মঙ্গলবার বিকেলে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব কান্দি পশ্চিম পাড়া গ্রামের মো. ফরিদ ও খবির খান।
আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে মুলাদির টেম্পুস্ট্যান্ডে যান এক তরুণী। তাকে অপহরণ করে ওই দুই আসামি ধর্ষণ করেন। এ ঘটনায় সেদিনই ওই তরুণী মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেন।
২০১৩ সালের ১৭ ডিসেম্বর মেহেন্দিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রিয়াজ হোসেন দুজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ছয়জনের সাক্ষ্য নেয়া শেষে আদালত এ রায় দেয়। রায় শেষে আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।