বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধোঁয়া উড়ছে ডিপোর কনটেইনার থেকে

  •    
  • ৮ জুন, ২০২২ ১০:১২

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু পুরোপুরি নির্বাপণ এখনও সম্ভব হয়নি। কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে।  আমাদের দুটি ইউনিট সেখানে কাজ করছে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন পঞ্চম দিনেও পুরোপুরি নির্বাপণ হয়নি। ফায়ার সার্ভিসের দুই ইউনিট এখনও আগুন নির্বাপণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ফারুক হোসেন সিকদার।

বুধবার সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার নিউজবাংলাকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু পুরোপুরি নির্বাপণ এখনও সম্ভব হয়নি। কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে। আমাদের দুটি ইউনিট সেখানে কাজ করছে।’

গত শনিবার রাত ৯টার দিকে আগুন লাগে নেদারল্যান্ডস ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন (জয়েন্ট ভেঞ্চার কোম্পানি) প্রতিষ্ঠান ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে।

একে একে ছুটে যায় চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকেও পরে যোগ দেয় কয়েকটি ইউনিট। রোববার সকাল পর্যন্ত আগুন নেভাতে আসা ইউনিটের সংখ্যা বেড়ে হয় ২৫টি।

কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণে বাড়ে আগুনের ভয়াবহতা।

আগুন ও বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪-এ। সর্বশেষ বুধবার ভোরে আগুনে দগ্ধ একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে মঙ্গলবার পর্যন্ত নিহত ৪৩ জনের মধ্যে ২৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন দুই শতাধিক। তাদের মধ্যে ৮৯ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিভাগের আরো খবর