বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্মাণাধীন ব্রিজ ধসে শ্রমিকের মৃত্যু

  •    
  • ৭ জুন, ২০২২ ২১:৪২

ফায়ার সার্ভিস কর্মকর্তা তাশারফ বলেন, ‘ওই শ্রমিক ব্রিজের গার্ডারের নিচের খুঁটি স্থাপনের কাজ করছিলেন। হঠাৎ করে ব্রিজটি ধসে পড়লে প্রায় ২০-২৫ ফিট নিচে চাপা পড়েন তিনি।’

গাজীপরের কালীগঞ্জে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ব্রিজের ভেঙে পড়া গার্ডারের ঢালাইয়ের নিচ থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাটি ঘটে বেলা ৪টার দিকে উপজেলার বক্তারপুর-মোহানী সড়কে। সেখানে সুবদিয়া ব্রিজের‌ নির্মাণে কাজ করছিলেন শ্রমিকরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শ্রমিকের নাম লিয়াকত হোসেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তাশারফ বলেন, ‘ওই শ্রমিক ব্রিজের গার্ডারের নিচের খুঁটি স্থাপনের কাজ করছিলেন। হঠাৎ করে ব্রিজটি ধসে পড়লে প্রায় ২০-২৫ ফিট নিচে চাপা পড়েন তিনি।’

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দে‌ ব্রিজের নির্মাণকাজ‌ শুরু হয় ২০২১ সালের শেষের দিকে। চলতি বছরের আগস্টে কাজ শেষ করার কথা রয়েছে। নির্মাণকাজ করছেন ঠিকাদার কামাল শরিফ।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ব্রিজের ওপরে ৬ জন এবং নিচে ও আশপাশে আরও ৫ থেকে ৭ শ্রমিক কাজ করছিলেন। দুপুর থেকেই ভারী বৃষ্টি হচ্ছিল। বিকেলে ঢালাইসহ গার্ডার ভেঙে পড়ে। সে সময় শ্রমিকরা লাফালাফি করে ব্রিজ থেকে নামতে পারলেও লিয়াকত নিচে থাকায় চাপা পড়েন।

দুর্ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য এলজিইডির কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকারকে একাধিকবার কল করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিভাগের আরো খবর