মেহেরপুরের সদরে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শহরের পশুর হাট পাড়া এলাকায় বসতঘরের বারান্দার আড়া থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌসি রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৫ বছরের গৃহবধূ সকিনা খাতুন। তিনি সদর উপজেলার পশুর হাট পাড়ার কশাই বদর আলী (বগার) স্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য বদরকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সকিনার মেয়ে সুমনা খাতুন নিউজবাংলাকে বলেন, ‘রাতে আমি আর মা একসঙ্গে ঘরে ঘুমাই। সকালে ঘুম ভেঙে গেলে মাকে দেখতে না পেয়ে বাইরে এসে বারান্দায় আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
মাকে তার বাবা প্রায়ই মারধর করতেন জানিয়ে সুমনা বলেন, ‘আমার ধারণা, বাবা মাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।’
এসআই ফেরদৌসি বলেন, ‘গৃহবধূর মেয়ের দেয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য বদর আলীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’