বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পি কে হালদার ফের ১৪ দিনের জেল হেফাজতে

  •    
  • ৭ জুন, ২০২২ ১৫:১৭

পি কে হালদারসহ ছয়জনকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতার আদালত। মঙ্গলবার সকালে অভিযুক্তদের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে তুললে বিচারক এই নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি আগামী ২১ জুন ঠিক করা হয়েছে।

হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করে দেশ থেকে পালিয়ে ভারতে গ্রেপ্তার প্রশান্ত কুমার হালদার বা পি কে হালদারসহ ছয়জনকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতার আদালত।

মঙ্গলবার সকালে অভিযুক্তদের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে তুললে বিচারক এই নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি আগামী ২১ জুন ঠিক করা হয়েছে।

১৪ মে শনিবার পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে বাংলাদেশ সরকারের অভিযোগের ভিত্তিতে ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির গোয়েন্দারা পি কে হালদারসহ ছয়জনকে গ্রেপ্তার করে। ওই দিনই আদালতে তুলে তাদের তিন দিনের জন্য হেফাজতে নেয় ইডি।

এরপর মোট দুই দফায় ১৩ দিনের হেফাজত শেষে আদালত অভিযুক্তদের ১১ দিনের জেল হেফাজতে পাঠায়। জেল হেফাজতের সেই মেয়াদ মঙ্গলবার শেষ হয়ে যায়। অভিযুক্তদের জেল হেফাজতেও জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

পি কে হালদারসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্তকারীরা। বহু নথি, নগদ টাকা, বহু দেশের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে ইডির তদন্তকারীরা। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে রাজি নয় বলে জানিয়েছেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। অভিযুক্তদের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে।

অর্থ পাচারকাণ্ডে ইডি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করলেও অবৈধ পাসপোর্ট দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য যে অপরাধ তিনি করেছেন তার মামলা এখনও শুরু হয়নি। সেই তদন্ত শুরু করতে পারে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই।

দেশের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা জালিয়াতি কাণ্ডের হোতা পি কে হালদারসহ অন্য অভিযুক্তদের কবে বাংলাদেশের সরকার হাতে পাবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর