বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসচাপায় পিকআপের চালক-হেলপার নিহত

  •    
  • ৭ জুন, ২০২২ ১৪:৩৮

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক ফিরোজ আহমেদ জানান, রাতেই দুজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে।

নাটোরের লালপুরে বাসের চাপায় পিকআপ ভ্যানের চালকসহ হেলপার নিহত হয়েছেন।

নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পিকআপের চালক আপন মিয়া ও তার সহকারী মোয়াজ্জেম হোসেন। আপন টাঙ্গাইলের বিল গারিন্দা গ্রামের রমজান আলীর ছেলে। মোয়াজ্জেম একই জেলার বাশাইল পশ্চিমপাড়া গ্রামের মঞ্জুর আলীর ছেলে।

উপপরিদর্শক ফিরোজ আহমেদ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস কদিমচিলান এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে চাপা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গেলে এর ভেতরে আটকা পড়েন চালক ও হেলপার।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চালক আপনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সহকারী মোয়াজ্জেমকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতেই দুজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে।

এ বিভাগের আরো খবর