বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাফিলতি থাকলে শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  •    
  • ৭ জুন, ২০২২ ১৪:২০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কাউকে কখনও ছাড় দেন না, সংসদ সদস্যদেরও তিনি ছাড় দেন না। যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, যদি কারও গাফিলতি পাওয়া যায়, তাকে শাস্তি পেতেই হবে।’

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় কারও গাফিলতি প্রমাণিত হলে তাকে শাস্তি পেতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার দুই ঘণ্টা পর ভয়াবহ বিস্ফোরণে নিহত ফায়ার ফাইটার মো. শাকিল তরফদারের জানাজা শেষে এমনটি জানান মন্ত্রী। মঙ্গলবার ফায়ার সার্ভিস সদর দপ্তরে শাকিলের জানাজা হয়।

দুর্ঘটনায় কারও গাফিলতি পাওয়া গেছে কি না সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ওখানে উচ্চপর্যায়ের ইনকোয়ারি (অনুসন্ধান) টিম কাজ করছে। ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত গাফিলতি ছিল কি না তা বলা যাবে না। তবে কিছু একটা না ঘটলে এতগুলো প্রাণ যেত না বলে আমি বিশ্বাস করি।’

বিএম কনটেইনার ডিপোতে নিহত ফায়ার ফাইটার মো. শাকিল তরফদারের জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: নিউজবাংলা

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কাউকে কখনও ছাড় দেন না, সংসদ সদস্যদেরও তিনি ছাড় দেন না। যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, যদি কারও গাফিলতি পাওয়া যায়, তাকে শাস্তি পেতেই হবে।’

সীতাকুণ্ডের মতো আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও আধুনিকায়ন প্রয়োজন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু ঘণ্টা বাজানোর ফায়ার সার্ভিস থেকে এটিকে একটি আধুনিক ফায়ার সার্ভিসে নিয়ে এসেছি। আজকাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত হন। আগে দেখতাম আগুন নিভে গেছে তখন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উপস্থিত হতেন।’

মন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিসকে আমরা সক্ষম বাহিনীতে পরিণত করেছি। ক্রমাগতভাবে আরও সক্ষমতা বাড়ানো হবে।

ফায়ার ফাইটারদের অকুতোভয় সেনানী উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা অকুতোভয় সেনানী তা তারা সব সময় প্রমাণ দিয়েছেন। জঙ্গি অভিযানে আমরা দেখেছি, সিলেটে সাহসিকতার সঙ্গে কাজ করতে গিয়ে একজন শাহাদাত বরণ করেছেন এবং এফ আর টাওয়ারের আগুন নেভানোতেও দেখেছি।’

জীবনবাজি রেখে আগুন নেভানোর কাজ করায় ফায়ার ফাইটারদের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিস একটি আধুনিক বাহিনী। তারা সক্ষম বাহিনীতে পরিণত হয়েছে। তাদের আরও সক্ষমতা বাড়ানো হবে।’

সীতাকুণ্ডের ঘটনা উল্লেখ করে বলেন, ‘তারা জানে জীবনের ঝুঁকি আছে, তা জেনেও দেরি না করে ছুটে গিয়েছেন। ফায়ার সার্ভিসের ৯ জনের মৃতদেহ আমরা পেয়েছি, তিনজন নিখোঁজ রয়েছেন। আমাদের ১৫ জন আহত হয়েছেন। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।’

জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর