যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছেন সাতক্ষীরা র্যাব সদস্যরা।
উপজেলার চলিশিয়া গ্রাম থেকে সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন অভয়নগরের কোটা গ্রামের ৩৮ বছরের তারেক আহমেদ সজল ও ৩২ বছরের মারুফ আহম্মেদ তুহিন।
মঙ্গলবার সকালে নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা।
তিনি জানান, চলিশিয়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মাদক উদ্ধার না হলেও বিদেশি পিস্তলসহ সজল ও তুহিনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দুটি ম্যাগাজিন ও একটি গুলিও জব্দ করা হয়।
পরে অস্ত্র আইনে মামলা দিয়ে ওই দুজনকে অভয়নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা।