বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

  •    
  • ৭ জুন, ২০২২ ০৯:৪৬

পুলিশ জানায়, সোমবার দুপুরে কাউকে না জানিয়ে মামাতো ভাই আলীর সঙ্গে লিমা নানা বাড়ির মসজিদের পাশের পুকুরে গোসল করতে যায়। দুজনের কেউই সাঁতার জানত না। পরিবারের সদস্যরা তাদের অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে নেমে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

বরিশালের হিজলায় পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের হিজলা গ্রাম থেকে সোমবার সন্ধ‌্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো হিজলা গ্রামের ছয় বছর বয়সী মোহাম্মদ আলী ও পার্শ্ববর্তী মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পাঁচ বছর বয়সী লিমা আক্তার। তারা মামাতো-ফুপাতো ভাই-বোন।

পুলিশ জানায়, লিমা তার বাবা-মায়ের সঙ্গে উলানিয়া থেকে হিজলায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে কাউকে না জানিয়ে মামাতো ভাই আলীর সঙ্গে সে নানা বাড়ির মসজিদের পাশের পুকুরে গোসল করতে যায়। দুজনের কেউই সাঁতার জানত না।

পরিবারের সদস্যরা তাদের অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে নেমে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর