রাজশাহীর পুঠিয়ায় পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে জান্নাতুন নাইম নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ গেটে ওই হামলার ঘটনা ঘটলে ঘটনাস্থল থেকেই নাইমকে গ্রেপ্তার করা হয়। তিনি বানেশ্বর বাজারের শাহাদত হোসেনের ছেলে এবং বানেশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতিও তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় সোমবারও বানেশ্বর কলেজ মাঠে আমের হাট বসে। নাইমের বাবা সেখানে আম নিয়ে যাচ্ছিলেন। কলেজ গেটে নাইমের বাবার আম বহনকারী ভুটভুটির সঙ্গে একটি ইজিবাইকের ধাক্কা লাগলে তিনি আহত হন। পরে জেলা পুলিশের টহল দলের সদস্য আতিকুর রহমান তাকে চিকিৎসাকেন্দ্রে নেয়ার ব্যবস্থা করেন।
এ সময়ই ‘পুলিশ এখানে কী দায়িত্ব পালন করছে’ বলতে বলতে নাইম আতিকুর রহমানকে কিলঘুষি মারেন। এতে মুখে ও মাথায় আঘাত পান ওই পুলিশ সদস্য। বর্তমানে রাজশাহী জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নাইম ও তার বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নাইমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।
এ বিষয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সহসভাপতি জয় সরকার বলেন, ‘কিছুক্ষণ আগে ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানলাম। সভাপতির সঙ্গে এখনও কথা বলিনি। তবে বানেশ্বরের একজনের সঙ্গে কথা বলে জানলাম, নাইমের চড় মারার বিষয়টি। কেন মারল এটি এখনও জানতে পারিনি।’
এ সময় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ওই ছাত্রলীগ নেতা।