যাত্রী তোলা নিয়ে ফরিদপুরে বাস ও মাহিন্দ্র শ্রমিকের হাতাহাতির জেরে বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল সচল হয়েছে।
প্রশাসন ও পরিবহন নেতাদের এক বৈঠকে সমাধানের আশ্বাসের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে সব ধরনের বাস চলাচল শুরু করে।
ফরিদপুর মটর ওয়ার্কাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী উপজেলার সতৈর এলাকায় মাহিন্দ্র চালক মো. মজিদ তার পরিবহনে দুইজন যাত্রী তোলেন। এ নিয়ে একই সড়কে চলাচল করা একটি বাসের হেলপার মো. রাসেলের মধ্যে হাতাহাতি হয়।
তিনি আরও জানান, এর আধা ঘণ্টা পর মাঝকান্দি এলাকায় মাহিন্দ্র চালক মজিদ আরও লোকজন নিয়ে রাসেলকে লাঞ্ছিত করেন। রাসেল নতুন বাস স্ট্যান্ড এসে অন্য শ্রমিকদের বিষয়টি জানালে ১১টার দিকে সড়কে বাস রেখে বিক্ষোভ করেন তারা। এছাড়া এ সড়কে চলাচল করা ২৫-৩০ মাহেন্দ্র আটকে রাখলে উত্তেজনা বিরাজ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্দ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। একই সঙ্গে মধুখালীর মাঝকান্দি এলাকা থেকে সংশ্লিষ্ট থানার পুলিশ অভিযুক্ত মাহেন্দ্র চালককে আটক করে।
এ ঘটনায় পরে বাস স্ট্যান্ডের বাস-মালিক গ্রুপের কার্যালয়ে মালিক, শ্রমিক ও ট্রাফিক পুলিশের উপস্থিতিতে জরুরি বৈঠক বসে। সেখানে বিষয়টি সমাধানের আশ্বাসের ভিত্তিতে বিকেল ৪টার দিকে আবার সব ধরনের বাস চলাচল শুরু হয়।
ট্রাফিক পুলিশের টিআই তুহিন লস্কর পুলিশ সুপারের বরাত দিয়ে বলেন, ‘আপনাদের শান্তি ও শৃঙ্খলায় আমরা কাজ করছি। মাহিন্দ্র কোন সড়কে চলবে আর কোন সড়কে চলবে না, সেটি নির্ধারণ করে দেয়া হবে। সমস্যা সমাধানে ১১ জুন পদক্ষেপ নেয়া হবে।’
মাহেন্দ্র ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাকিম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্খিত ও দুঃখজনক। কোনও ব্যক্তির বিশৃঙ্খলার দায় সংগঠন নিতে পারে না। আমরা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেব।’