সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন।
ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দপ্তরে সোমবার এই সাক্ষাৎ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় করেন তারা। একই সঙ্গে এ সময় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ করতে আসায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান সেনাপ্রধান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সাক্ষাতের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যায়।