বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিবন্ধন হারাল ‘অধিকার’

  •    
  • ৬ জুন, ২০২২ ১৯:০৩

২০১৫ সালের মার্চে মেয়াদ শেষ হয় সংস্থাটির। ১০ বছর মেয়াদ বাড়াতে এনজিও ব্যুরোর কাছে আবেদন করে তারা। যাচাই-বাছাই শেষে রোববার সংস্থাটির নবায়ন আবেদন নাকচ করে দেয় এনজিওবিষয়ক ব্যুরো। আর তাতেই বাতিল হয় অধিকার-এর নিবন্ধন।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন নবায়নের আবেদন নাকচ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো। নবায়নের আবেদনটি নাকচ হয়ে যাওয়ার মধ্য দিয়ে নিবন্ধন হারাল অধিকার।

বিষয়টি নিউজবাংলাকে সোমবার বিকেলে নিশ্চিত করেছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম।

২০১৫ সালের মার্চে মেয়াদ শেষ হয় সংস্থাটির। ১০ বছর মেয়াদ বাড়াতে এনজিও ব্যুরোর কাছে আবেদন করে তারা। যাচাই-বাছাই শেষে রোববার সংস্থাটির নবায়ন আবেদন নাকচ করে দেয় এনজিওবিষয়ক ব্যুরো। আর তাতেই বাতিল হয় অধিকার-এর নিবন্ধন।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম বলেন, ‘আমরা তাদের নিবন্ধন বাতিল করিনি। নিবন্ধন নবায়নের আবেদন নামঞ্জুর করেছি।’

এ সিদ্ধান্তের মধ্য দিয়েই কী তবে নিবন্ধন হারাল অধিকার- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দে আর নো মোর অ্যাকটিভ।’

নিবন্ধন নবায়ন আবেদন নাকচ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গত ৫-১০ বছরে তাদের পারফরম্যান্স ভালো ছিল না বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

রোববার এনজিও ব্যুরোর এক আদেশে সংস্থাটির নিবন্ধন নবায়ন আবেদন নিষ্পত্তি করা হয়। এর আগে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অধিকার-এর নিবন্ধনও বাতিল করা হয়। ২০১৮ সালের নভেম্বরে এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টায় জড়িত হওয়াসহ বেশ কিছু কারণে অধিকারকে নবায়ন দেয়নি এনজিও বিষয়ক ব্যুরো। প্রতিষ্ঠানটির কাছে নানা সময়ে তথ্য চাওয়া হলেও নানা অজুহাতে তা হাজির না করার বিষয়টিও প্রভাব ফেলেছে।

২০১৫ সালের মার্চে সংস্থাটির মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন করা হলেও তা নিষ্পত্তি করা হচ্ছিল না। নিষ্পত্তি করতে উচ্চ আদালতে যায় অধিকার।

আবেদন নিষ্পত্তির আদেশে এনজিও বিষয়ক ব্যুরো বলেছে, ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬-এর ধারা ৪(৪) মোতাবেক সংস্থা কর্তৃক দাখিল করা নিবন্ধন নবায়নের আবেদনপত্রে অসংগতি থাকা, বিভিন্ন সময় চাওয়া তথ্যাদির সঠিক জবাব বা ব্যাখ্যা ও কাগজপত্র জমা না করা এবং রাষ্ট্রের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কাজে সম্পৃক্ত থাকার কারণে সংস্থার কার্যক্রম সন্তোষজনক না হওয়ায় ‘অধিকার’ নামীয় সংস্থা কর্তৃক দাখিল করা নিবন্ধন নবায়নের আবেদনটি বিবেচনা করার কোনো সুযোগ নেই। সংগত কারণেই সংস্থাটির নবায়নের আবেদনটি নামঞ্জুর করা হলো।’

২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঘিরে অসত্য তথ্য প্রচারের অভিযোগ ওঠে অধিকার-এর বিরুদ্ধে।

হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ অভিযানে ৬১ জন নিহত হওয়ার দাবি করেছিল সংস্থাটি। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়।

মামলায় গ্রেপ্তার হওয়ার দুই মাস পরে কারাবন্দি থেকে জামিনে মুক্তি পান আদিলুর।

এ বিভাগের আরো খবর