দিনাজপুর সদরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের গুদামে অভিযান চালিয়ে ৫ হাজার ১২৪ টন আতপ চাল জব্দের ঘটনায় করা মামলায় গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অঞ্জন চৌধুরীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
আগামী ছয় সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
পরে ব্যারিস্টার মাহবুব শফিক নিউজবাংলাকে বলেন, ‘আমরা আগাম জামিন চেয়ে আবেদন করেছিলাম। আদালত শুনানি নিয়ে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।’
দিনাজপুর সদরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের গুদামে অভিযান চালিয়ে ৫ হাজার ১২৪ টন আতপ চাল জব্দ করে প্রশাসন। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় মিলের ইনচার্জকে।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল মঈদ বলেন, উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারে কোম্পানিটির ছয়টি গুদামে গত ৩১ মে বিকেল থেকে রাত আড়াইটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
ওই সময় মিলের ছয়টি গুদামে ৫ হাজার ১২৪ টন আতপ চাল পাওয়া যায়, তবে মিলের অনুমোদন ছিল ৩১২ টন রাখার। সে হিসাবে মিলে বেশি মজুত ছিল চার হাজার টনের বেশি চাল।
এ ঘটনায় মামলা হয়। এ মামলায় অঞ্জন চৌধুরী হাইকোর্ট হাজির হয়ে জামিন চান। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।