বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ

  •    
  • ৬ জুন, ২০২২ ১৩:৪২

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. মাহবুব বলেন, ‘শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করেন। আমরা তাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করছি।’ প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সড়ক থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১৩ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে মিরপুর ১৩ ও ১৪ সহ কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করে পুলিশ। না সরলে সকাল ১০টার দিকে আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে মারমুখী হয়ে উঠেন শ্রমিকরা।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. মাহবুব বলেন, ‘শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করেন। আমরা তাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করছি।’

বেলা সাড়ে ১১টার দিকে তিনি জানান, এখন শ্রমিকরা রাস্তায় নেই, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরো খবর