চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর বিস্ফোরণে মৃত ফায়ার ফাইটার রানা মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জানাজা শেষে ২২ বছর বয়সী রানাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানসহ ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
শরিফুল ইসলাম বলেন, ‘রানা মিয়া একজন দায়িত্বশীল ও পরিশ্রমী ব্যক্তি ছিলেন। আগুনের ঘটনায় আমরা একজন পরিশ্রমী সদস্যকে হারালাম। বিষয়টি খুব দুঃখজনক। আমরা তার পরিবারের পাশে আছি। সব সময় তাদের খোঁজ রাখার চেষ্টা করব।’
রানার বাড়ি শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায়। ২০২০ সালে তিনি ফায়ার সার্ভিসে যোগ দেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে।
সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাত ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস খবর পায় ৯টা ২৫ মিনিটে। রাত ১১টার দিকে শুরু হয় বিস্ফোরণ। কনটেইনারে থাকা হাইড্রোজেন পার-অক্সাইডের বিস্ফোরণে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে ভেঙে যায় আশপাশের বাড়িঘরের জানালার কাচ।
একে একে বের করা হয় হতাহতদের। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬-এ। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী আছেন ৯ জন। তাদেরই একজন রানা।