বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৮ ফায়ার কর্মীর মরদেহ শনাক্ত, পরিচয় মিলছে না একজনের

  •    
  • ৫ জুন, ২০২২ ২২:৫৪

নিখোঁজ কর্মীরা হলেন কুমিরা ফায়ার স্টেশনের লিডার ইমরান হোসেন মজুমদার ও ফায়ার ফাইটার শফিউল ইসলাম এবং সীতাকুণ্ড স্টেশনের ফায়ারফাইটার রবিউল ইসলাম ও ফরিদুজ্জামান। উদ্ধারকরা আরেকটি মরদেহ এই চারজনের মধ্যে কার তা শনাক্ত করার চেষ্টা চলছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে ৮ জনের পরিচয় জানা গেছে। আরেকজন দেহ ঝলসে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। এখনও খোঁজ মেলেনি ৩ ফায়ার কর্মীর।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখা রোববার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তাদের মধ্যে কুমিরা ফায়ার স্টেশনেরই রয়েছেন ৫ জন। তারা হলেন- মানিকগঞ্জের মো. রানা মিয়া (ফায়ার ফাইটার), কুমিল্লার মনিরুজ্জামান (নার্সিং অ্যাটেনডেন্ট), নোয়াখালীর আলাউদ্দিন (ফায়ার ফাইটার) ও রাঙ্গামাটির মিঠু দেওয়ান (লিডার)। অপরজন ফায়ারম্যান শাকিল তরফদার, তবে তিনি কোন দায়িত্বে ছিলেন তা জানা যায়নি।

নিহতদের মধ্যে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের রয়েছেন তিনজন। তারা হলেন শেরপুরের রমজানুল ইসলাম (ফায়ার ফাইটার), রাঙ্গামাটির নিপন চাকমা (লিডার) ও ফেনীর সালাউদ্দিন কাদের চোধুরী (ফায়ার ফাইটার)।

নিখোঁজ চারজন হলেন কুমিরা ফায়ার স্টেশনের লিডার ইমরান হোসেন মজুমদার ও ফায়ার ফাইটার শফিউল ইসলাম এবং সীতাকুণ্ড স্টেশনের ফায়ারফাইটার রবিউল ইসলাম ও ফরিদুজ্জামান। তাদের মধ্যে ইমরানের বাড়ি চাঁদপুরে, শফিউলের বাড়ি সিরাজগঞ্জে, রবিউলের বাড়ি নওগাঁয় এবং ফরিদুজ্জামানের বাড়ি রংপুরে।

উদ্ধারকরা আরেকটি মরদেহ এই চারজনের মধ্যে কার তা শনাক্ত করার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর