বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইকচাপায় হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন

  •    
  • ৫ জুন, ২০২২ ২০:৩৫

আসামিপক্ষের আইনজীবী হাসানুল আজকর হাসু বলেন, ‘ঘটনাটি নিছকই সড়ক দুর্ঘটনা। হত্যাকাণ্ডই যদি হবে, তাহলে বাদীপক্ষ হত্যার কারণ বলতে পারত।’

কুষ্টিয়ার দৌলতপুরে বাইক চাপা দিয়ে যুবককে হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম রোববার দুপুরে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন দৌলতপুর উপজেলার নারায়ণপুর দহকোলা গ্রামের ইনতাদুল হক ও রুহুল আমিন। রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন।

২০১৩ সালের ২৫ জানুয়ারি সন্ধ্যার দিকে নারায়ণপুর দহকোলা গ্রামের মো. ফিরোজের বাড়িতে যান ইনতাদুল হক ও রুহুল আমিন। তারা ফিরোজের পূর্বপরিচিত। বেড়ানোর কথা বলে তাকে মোটরসাইকেলে তুলে নেন আসামিরা।

হত্যার উদ্দেশ্যে ফিরোজকে মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের সাগরখালী কলেজ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাইক চাপা দেয়া হয় ফিরোজকে। তাকে আহত অবস্থায় ফেলে রেখে আসামিরা ছেড়ে পালিয়ে যান। স্থানীয়রা ফিরোজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেই রাতে আসামিরা হাসপাতালে গিয়ে ফিরোজের মরদেহ মাইক্রোবাসে করে নিয়ে তার বাড়ির সামনে রেখে ফের পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রহিম মিরপুর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। ৯ সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক আসামিদের যাবজ্জীবনের রায় দেন। তবে কী কারণে ফিরোজকে আসামিরা হত্যা করেছেন, সে বিষয়টি সুনির্দিষ্টভাবে কেউ জানাননি।

আসামিপক্ষের আইনজীবী হাসানুল আজকর হাসু বলেন, ‘ঘটনাটি নিছকই সড়ক দুর্ঘটনা। হত্যাকাণ্ডই যদি হবে, তাহলে বাদীপক্ষ হত্যার কারণ বলতে পারত।

‘আসামিরা এবং নিহত যুবক বন্ধু ছিল। তারা মোবাইলে ফ্লেক্সিলোড দিতে বের হয়েছিল। রাস্তায় বৃষ্টি হয়ে মোটরসাইকেলে ব্রেক ধরায় দুর্ঘটনায় এক বন্ধু পড়ে আহত হয়। পড়ে মারা যায়। এ ঘটনায় পুলিশের অভিযোগপত্রেও সড়ক দুর্ঘটনার কথা বলা হয়েছিল।’

আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আসামিপক্ষের আইনজীবী।

এ বিভাগের আরো খবর