বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার সাতকানিয়ার এওচিয়া ইউপির ভোট স্থগিত

  •    
  • ৫ জুন, ২০২২ ১৯:৫৪

আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন এওচিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনি তফসিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)৷ আগামী ১৫ জুন এ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিল কমিশন।

রোববার ইসির নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ লক্ষ্যে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন এওচিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনি তফসিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম নেয়ার জন্য নির্দেশ দিয়েছে কমিশন।

ভোট স্থগিতের কথা বললেও চিঠিতে এর কোনো কারণ উল্লেখ করেনি নির্বাচন কমিশন।

এ ছাড়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে ইসি। গোপন কক্ষে কর্মী রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বাটন চেপে নিজের পক্ষে ভোট নেয়ার পরিকল্পনা করা সেখানকার আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলার নির্দেশও দেয়া হয়েছে।

এর আগে নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালন না করায় কর্মকর্তাদের বদলিসহ নির্বাচনী অপরাধে জড়িত থাকায় ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে ইসি।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতকে সতর্ক করে ইসি। এছাড়াও নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ ওঠায় শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হাসান, ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী এবং ঝিনাইদহ-১ আসনের মো. আব্দুল হাইকে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য নির্দেশনা দেয় কমিশন।

আগামী ১৫ জুন এই ইউনিয়নে ভোট স্থগিত হওয়ার ফলে এখন একই দিনে কুমিল্লা সিটি ভোটসহ দেশের আরও ১৩৪ ইউনিয়ন, ছয় পৌরসভা ও এক উপজেলায় ভোট হবে। সবগুলো জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৭ মে। বাছাই ১৯ মে, আপিল ২০, ২১ ও ২২ মে। আপিল নিষ্পত্তি ২৩ থেকে ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২৬ মে। প্রতীক বরাদ্দ হয়েছে ২৭ মে। ভোটের তারিখ ১৫ জুন।

এ বিভাগের আরো খবর