জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
এ আদালতের পেশকার শরীফুল ইসলাম জানান, রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
এছাড়া অবৈধ উপায়ে অর্জিত এসব টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে দুদক কার্যালয়ে মামলা করেন।
২০২০ সালের ২৩ আগস্ট নাজিমের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী রেজাউল করিম। আর আসামিপক্ষে মামলা পরিচলনা করেন এ বি এম খুরশিদ আলম।