বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আগুন দেখতে এলাম’

  •    
  • ৫ জুন, ২০২২ ১৪:৫৯

কুমিরা থেকে আসা শিহাব উদ্দিন বলেন, ‘গত রাতে টিভিতে দেখেছি ভয়াবহ আগুন লেগেছে। তাই আজ দেখতে এলাম কী অবস্থা।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কনটেইনার ডিপোতে আগুনের কথা শুনে রাত থেকেই অনেকে ভিড় জমান কী ঘটছে তা দেখতে। রাত গভীর হলে অনেকে সরে গেলেও সকাল ১০টা থেকে আবারও ‘দর্শনার্থীদের’ ভিড় বাড়ে।

কেউ গাছে উঠে, কেউ সীমানাপ্রাচীরে দাঁড়িয়ে আগুন ও উদ্ধারের ছবি তোলার বা ভিডিও করার চেষ্টা করেন।

কুমিরা থেকে আসা শিহাব উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘গত রাতে টিভিতে দেখেছি ভয়াবহ আগুন লেগেছে। তাই আজ দেখতে এলাম কী অবস্থা।’

ভিড়ের কারণে বাধাগ্রস্ত হচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর আগুন নির্বাপণ ও উদ্ধারকাজ। তাই উৎসুক জনতাকে সরিয়ে দেয়া হচ্ছে ডিপোর বাইরে। ভেতরে ঢুকতে না পেরে অনেকে মহাসড়কের বিভাজকে দাঁড়িয়েই দেখার চেষ্টা করছেন।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদউজ্জামান বলেন, ‘আমরা পুলিশ সদস্য ও সেনাবাহিনী এখানে অবস্থান করছি। বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। সবাইকে সরিয়ে দিচ্ছি।’

বি এম কনটেইনার ডিপোতে শনিবার রাত ৯টার দিকে আগুন লাগে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সাত কর্মীসহ আগুনে ৪৩ জনের প্রাণহানি হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ৯টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। চট্টগ্রাম ও এর আশপাশের জেলাসহ ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। রাতে বিস্ফোরণ অব্যাহত থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ আশপাশে যেতে পারেননি। এর সঙ্গে যোগ হয় পানির স্বল্পতা।

রাত ১১টার দিকে কনটেইনার বিস্ফোরণ শুরু হয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

এ বিভাগের আরো খবর