বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজীপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

  •    
  • ৫ জুন, ২০২২ ১৩:৫১

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, ‘তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় গাজীপুরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগি উদ্ধারের চেষ্টা চলছে।’

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার পর এ ঘটনা ঘটে।

ন্য়িউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ রেজাউল ইসলাম।

তিনি বলেন, ‘তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় গাজীপুরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগি উদ্ধারের চেষ্টা চলছে।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, রোববার দুপুরে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মালবাহী ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে ক্রসিং এলাকায় পৌঁছালে চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে দুই দিকের কয়েকটি ট্রেন ভিন্ন স্টেশনে আটকা পড়েছে, তবে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরো খবর