বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বার্ন ইনস্টিটিউটের টিম চট্টগ্রাম যাবে সোমবার

  •    
  • ৫ জুন, ২০২২ ১৩:২৬

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্ত লাল সেন বলেন, ‘সকালে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ করে রোগীদের নিয়ে আসতে। আমরা আগামীকাল (সোমবার) সকালে টিম নিয়ে চট্টগ্রামে যাচ্ছি।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় দগ্ধ ও আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একটি টিম সোমবার চট্টগ্রামে যাবে।

ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্ত লাল সেন রোববার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘চট্টগ্রামের তিনজন রোগী আমার এখানে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

‘সকালে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ করে রোগীদের নিয়ে আসতে। আমরা আগামীকাল (সোমবার) সকালে টিম নিয়ে চট্টগ্রামে যাচ্ছি।’

সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে আগুন ধরে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুনে দগ্ধ ও আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের প্রায় সবাইকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ পুলিশের এক কর্মকর্তাসহ তিনজনকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

ওই আগুনের কারণ জানা যায়নি। এ ঘটনায় মনিটরিং টিমের অবহেলাকেই প্রাথমিকভাবে দায়ী করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এ বিভাগের আরো খবর