বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ি ফিরে দেখা হলো না নবজাতকের মুখ

  •    
  • ৫ জুন, ২০২২ ১২:১১

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারক হোসেন বলেন, ‘সকালে খবর পেয়েছি মনির মারা গেছেন। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব ধরনের সহযোগিতা করব।’

সাত দিন হলো ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। তবে মেয়ের মুখ দেখে যেতে পারেননি মনির।

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে আগুনের ঘটনায় মারা গেছেন তিনি। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামে।

মো. মনিরুজ্জামান চট্টগ্রামের কুমিরায় ফায়ার সার্ভিসের কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন।

তিনি বলেন, ‘মনিরের সাত দিন বয়সী এক মেয়ে আছে। তবে নিজের সন্তানের চেহারা দেখে যেতে পারেননি তিনি। সম্প্রতি মনির ঢাকা থেকে চট্টগ্রামে বদলি হয়েছিলেন। বিয়ে করেছিলেন বরিশালে। সেখানেই তার সন্তান হয়। ছুটি নিয়ে যাওয়ার কথা ছিল বাড়িতে। তবে ছুটি নিয়ে বাড়ি আর ফেরা হলো না, চির ছুটিতে চলে গেলেন।’

মনিরের মামা মীর হোসেন বলেন, ‘রাতে খবর পেয়েছি মনির আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখি মনির মারা গেছে।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারক হোসেন বলেন, ‘সকালে খবর পেয়েছি মনির মারা গেছেন। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব ধরনের সহযোগিতা করব।’

এ বিভাগের আরো খবর