নিত্যপণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে রোববার সকাল থেকে আবারও সড়কে অবস্থান নিয়েছেন পোশাক কারখানার কর্মীরা।
আগের দিনের মতো মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষোভে মিরপুর ১০ ও আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘সকাল থেকেই মিরপুরের সব গার্মেন্টসের শ্রমিকরা ১০ নম্বর এলাকার সড়কে অবস্থান নিয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি, যেন গতকালের মতো কোনো ভাঙচুরের ঘটনা না ঘটে।
‘শ্রম ভবনে মালিকপক্ষের সঙ্গে বৈঠকে আছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। সেখান থেকে সিদ্ধান্ত আসার অপেক্ষায় আছেন শ্রমিকরা।’
এর আগে শনিবার দুপুরে মিরপুর ১৩ ও ১৪ নম্বরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার কর্মীরা। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেলে সেখান থেকে কাফরুল থানা পুলিশ তাদের সরিয়ে দিলে মিরপুর ১০ নম্বরের দিকে মিছিল নিয়ে সরে আসেন কর্মীরা। সে সময় ভাঙচুরের ঘটনা ঘটে।
পোশাককর্মীদের বিক্ষোভের মধ্যে বিজিবির একটি বাসের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
মোটরসাইকেল দুটির একটি পুলিশ সদস্যের। অন্যটি সড়কে পার্ক করে রাখা হয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।