বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  •    
  • ৪ জুন, ২০২২ ২৩:৫০

এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোস্তাকিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে।

শনিবার দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের নো-ম্যান্সল্যান্ড এলাকা থেকে কামাল হোসেন নামে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন ওই এলাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার ১২৯ বিএসএফ দিঘলটারী ক্যাম্পের সদস্যরা কামালকে আটক করে নিয়ে যায়। তিনি পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। ৯৭৭/৭ এস আন্তর্জাতিক সীমানা পিলার থেকে সীমান্তের নোম্যান্সল্যান্ডের কাছাকাছি বাংলাদেশের অংশে একটি বাড়ি থেকে ধান কিনে বস্তাসহ আসার সময় তাকে আটক করা হয়।

কামালের আটকের বিষয়টি সরকারি একাধিক গোয়েন্দা সংস্থাও নিশ্চিত করেছে।

এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোস্তাকিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিভাগের আরো খবর