নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘মেয়েটি মৃগী রোগে আক্রান্ত ছিল। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।’
নেত্রকোণায় পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু হয়েছে।
নেত্রকোণা শহরের রেলকলোনী এলাকায় শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ বছর বয়সী মৃত সনজিতা রানী রেলকলোনী এলাকার সুধারঞ্জন সরকারের মেয়ে।
সুধাররঞ্জন জানান, সনজিতা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তার ছোটবোন তমা মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
সনজিতা মৃগী রোগে আক্রান্ত ছিল বলেও জানান তিনি।
ওসি শাকের বলেন, ‘মেয়েটি মৃগী রোগে আক্রান্ত ছিল। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’