বিএনপি বিশ্বব্যাপী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
মির্জা আজম বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের ঘোষণায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা চাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের সফলতা এবং বিশ্বব্যাপী আমাদের অর্জন যেন আমরা ঘরে তুলতে না পারি।
‘বিশ্বব্যাপী পদ্মা বিজয়ের খবরের পরিবর্তে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করতে তারা উঠেপড়ে লেগেছে। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে তারা আবারও সক্রিয় হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি ও অপপ্রচার চালাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে।’শরীয়তপুর সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনাকে হত্যা করতে ১৪টি গ্রেনেড ছোড়া হয়েছিল। বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এখন আবার পদ্মা সেতুর উদ্বোধনের মতো বিশাল অর্জনকে নিয়ে তারা ষড়যন্ত্রে মেতেছে।’
২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পদ্মা পারের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে দুই জেলার মানুষের সহযোগিতা চেয়েছেন মির্জা আজম।
তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের দিন পদ্মা পারের উৎসবকে বাস্তবায়ন করতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে শরীয়তপুর ও মাদারীপুরের মানুষকে। ১০ লাখ মানুষর সমাগম ঘটাতে হলে এই দুই জেলা থেকেই অন্তত সাড়ে নয় লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
‘এ জন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সব নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে। স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের টিকিটে বিজয়ী সব জনপ্রতিনিধিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
এ বিষয়ে আগামী ৮ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হতে যাওয়া সভায় সব শ্রেণির নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিতের আহ্বান জানান তিনি।
এর আগে বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান শিকদারের সভাপতিত্বে বর্ধিত সভা হয়। এতে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।