চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিদগ্ধ হয়ে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির মৃত্যু হয়েছে।
হাটহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে শনিবার ভোরে এই ঘটনা ঘটে।
৪৬ বছর বয়সী মো. ফোরকানের বাড়ি একই উপজেলার নাঙ্গলমোড়া এলাকায়।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘ওই এলাকার প্রবাসী ছবুরের বাড়িতে আগুন লাগে। সে সময় ঘর থেকে বাকিরা বের হতে পারলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফোরকানকে বের করা যায়নি। তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।’
মো. শাহজাহান আরও বলেন, ‘ফোরকান শ্যালকের বিয়ে উপলক্ষে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।’
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান হাটহাজারী থানার পরিদর্শক রাজিব শর্মা।