নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
হাসনাবাদ লেভেলক্রসিংয়ে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদি বলেন, ‘আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’
নিহতরা হলেন নেত্রকোনা পূর্ব ধলার মো. চান মিয়ার ছেলে ২৫ বছর বয়সী সুজাত মিয়া, একই এলাকার ইব্রাহিম খানের ছেলে ২৪ বছরের আনিছ খান ও আবদুল রশিদের ছেলে ২৩ বছরের শাহিন মিয়া।
আহতরা হলেন গোপালগঞ্জের লুৎফর রহমান মুন্সির ছেলে পিকআপের ড্রাইভার ইমরান হোসেন, নেত্রকোনার আবদুল জলিলের ছেলে শাহজাহান খান ও ময়মনসিংহের তারাকান্দার এলাকার কালা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম। তাদের ঢাকায় নেয়া হয়েছে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস নিউজবাংলাকে বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’