শেরপুরে মিনিট্রাকচাপায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুরে শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১৭ বছরের মাসুদুর রহমান মাসুদ গাজীর খামার ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মতি মিয়ার ছেলে। তিনি শেরপুর পৌরসভার তাতালপুর বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমদ এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সকাল ৯টার দিকে মাসুদ কলেজে পরীক্ষা দেয়ার জন্য মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন। মির্জাপুর এলাকায় শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে পৌঁছালে শেরপুর শহর থেকে ঝিনাইগাতীগামী মিনিট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন মিনিট্রাকের নিচ থেকে মাসুদের মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে ওসি মুনসুর নিউজবাংলাকে বলেন, ‘ওই দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিনিট্রাকটিকে ঘটনাস্থল থেকে জব্দ করা হলেও চালক পালিয়েছে। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’