লালমনিরহাটের হাতীবান্ধায় ফেসবুক লাইভে এসে স্কুলছাত্রকে মারধরের ঘটনায় মামলা করেছেন ওই কিশোরের বাবা।
রাকিব হোসেন শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় তিন যুবকের নামে মামলা করেন।
ওই তিন যুবক হলেন সিফাত মিয়া, জয় মিয়া ও মাহবুবুর রহমান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্র এখন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সে নিউজবাংলাকে বলে, ‘কয়েক দিন আগে সিফাত, জয়সহ কয়েকজন বহিরাগত যুবক আমাদের স্কুলে হামলা করে। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বিদ্যালয় মাঠে বৈঠক করেন। ওই বৈঠকে আমি ও আমার কয়েকজন বন্ধু হামলাকারীদের নাম বলি।
‘বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পর তারা আমাকে স্কুলের পাশে মাদ্রাসার পেছনে ডেকে নিয়ে যায়। কেন তাদের নাম বললাম সে জন্য সিফাত ও জয় আমাকে লাঠি দিয়ে মারধর করতে থাকে এবং সিফাতের ফেসবুক আইডি থেকে মাহবুবুর নামের একজন লাইভ করতে থাকে। স্থানীয় লোকজন লাইভ দেখে ছুটে এসে আমাকে উদ্ধার করেন।’
এ বিষয়ে ওসি এরশাদুল বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। এ ঘটনায় ছাত্রের বাবা থানায় মামলা করেছেন। এখনও কাউকে গ্রেপ্তার করতে না পারলেও আমাদের চেষ্টা চলছে।’