বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

  •    
  • ৩ জুন, ২০২২ ২২:১৬

মাধবপুর গ্রামের বাসিন্দা কাজী কাওসার জানান, ৯টি কবর খুঁড়ে মরদেহ ও কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। সেসব কবরে মানবদেহের হাড়গোড়ও পাওয়া যায়নি। দেড় মাস আগে কবর দেয়া এক নারীর মরদেহও চুরি হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় একটি কবরস্থান থেকে দেড় মাস আগে দাফন করা এক নারীর মরদেহসহ ৯টি কঙ্কাল চুরি হয়েছে।

উপজেলার হমিরদী ইউনিয়নের মাধপুর কবরস্থানে বৃহস্পতিবার রাতে এ চুরির ঘটনা ঘটে ।

শুক্রবার বেলা ৩টার দিকে এলাকার কয়েকজন কবরস্থানে গিয়ে ৯টি কবর ফাঁকা দেখেন। এসব কবর থেকে মরদেহ ও কঙ্কাল চুরি হয়েছে।

মাধবপুর গ্রামের বাসিন্দা কাজী কাওসার জানান, ৯টি কবর খুঁড়ে মরদেহ ও কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। সেসব কবরে মানবদেহের হাড়গোড়ও পাওয়া যায়নি। দেড় মাস আগে কবর দেয়া এক নারীর মরদেহও চুরি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হামিরদী ইউনিয়ন পরিষদের সচিব মো. আকতারুজ্জামান।

তিনি বলেন, ‘মাধবপুর কবরস্থানের ৯টি কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।’

মোবাইল রিসিভ না করায় হামিরদী ইউপি চেয়ারম্যান মো. খোকন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, ‘মাধবপুর কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির কথা পুলিশকে কেউ জানায়নি। ঘটনাটি তদন্ত করে আাইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর