চুয়াডাঙ্গার দামুড়হুদায় কলেজছাত্রীকে উত্ত্যক্তের মামলায় এক গ্রাম পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
দামুড়হুদা উপজেলার করিমপুর গ্রামে বৃহস্পতিবার সকালে ওই ঘটনা ঘটে। রাতে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন কলেজছাত্রীর বাবা। রাতেই গ্রেপ্তার করা হয় ইকরামুল হক নামে ওই গ্রাম পুলিশকে।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইকরামুলের বাড়ি দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে। তিনি নতিপোতা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।
মামলার বাদী জানান, কলেজে যাওয়ার সময় তার মেয়ের পথরোধ করেন ইকরামুল। তাকে যৌন হয়রানি করা হয়। প্রায়ই ইকরামুল মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি গ্রামের চেয়ারম্যানকেও জানানো হয়। চেয়ারম্যান তাকে এ কাজ করতে নিষেধ করলেও ইকরামুল তা শোনেননি।
নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী বলেন, ‘এক বছর আগেও ওই গ্রাম পুলিশকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তার পরও তিনি এই কাণ্ড ঘটালেন। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ লাগবে। অভিযোগ পেলে রোববার ইকরামুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।