গাজীপুরের টঙ্গীতে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
এরশাদনগর এলাকার নিজ বাসা থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
৫০ বছর বয়সী ফারুক আহমেদ এরশাদনগরের ৫ নম্বর ব্লকে থাকেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, পূর্বপরিচয়ের কারণে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন কাউন্সিলর ফারুক আহমেদ। গত ২৩ মে সকাল ১০টার দিকে কাউন্সিলর ফারুক আহমেদ ওই নারীর বাসায় যান।
ওই নারীকে ঘরে একা পেয়ে নেত্রী বানানোর প্রলোভন দেখিয়ে কাউন্সিলর ফারুক আহমেদ ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে ওই নারী চিৎকার করলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান অভিযুক্ত কাউন্সিলর ফারুক।
ওসি জাবেদ মাসুদ বলেন, ‘শুক্রবার সকালে একজন নারী কাউন্সিলর ফারুক আহমেদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে তোলা হবে।’