ঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার চালক নিহত হয়েছেন।
সদরের গড়েয়া সাহাপাড়া মোড়ে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী নিহত অটোচালক সোহেল রানার বাড়ি সদর উপজেলার কিসমত দৌলতপুর গ্রামে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রী নিয়ে অটোটি শহরের দিকে যাচ্ছিল। গড়েয়া সাহাপাড়া মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় তাহমিনুর হক নামের ৩৫ বছর বয়সী এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
তাহমিনুরকে স্থানীয়রা প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ায় এর চালককে আটক করা যায়নি। নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’